আগস্ট বিপ্লবকে শক্তিশালী ও অর্থবহ করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (৬ অক্টোবর) রাজধানীর ভাষানটেক থানায় বিআরপি ইসলামী পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরপি জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ডা. আহসান হাবীবসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সেলিম উদ্দিন বলেন, "ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শক্তির পতন ঘটিয়েছে। আগামী দিনেও আমরা জালিমদের মোকাবেলায় প্রস্তুত। আমাদের ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ হতে দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের দেশে সংস্কারের প্রয়োজন। সবার আগে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং এজন্য জাতিকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। এই ঐক্যের ভিত্তি হবে কুরআন ও সুন্নাহর আদর্শ।"
সেলিম উদ্দিন মন্তব্য করেন, আগস্ট বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবে। "আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় একত্রিত হতে প্রস্তুত," বলেন তিনি।
তিনি আশাবাদী, পাঠাগার ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত হবে, এবং এটি হবে আত্মগঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি মাধ্যম। সেলিম উদ্দিন সব সেক্টরের মানুষের কাছে জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
এইউ