শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান আর নেই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর দুইটায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।


বিজ্ঞাপন


মাহবুবুর রহমানের ব্যক্তিগত সহকারী এস এম নুরুল্লাহ ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পর মাহবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পরে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে কখন ও কোথায় তার দাফন করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

১৯৫৪ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া মাহবুবুর রহমান ২০০১ সালে পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সাধারণ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮-২০১৩ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সাধারণ নির্বাচনে তিনি তৃতীয়বারের সংসদ সদস্য হন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর