সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ ‘কবর লীগে’ পরিণত হবে: পার্থ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ ‘কবরলীগে’ পরিণত হবে: পার্থ

বিগত দিনে আওয়ামী লীগ আমলের শাসনামলের অনিয়ম, দুর্নীতির পাশাপাশি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের কড়া সমালোচনা করলেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এসব হত্যার বিচার দাবি করে তিনি বলেছেন, ছাত্র-জনতার হত্যাসহ গত ১৫ বছরের গুম-খুন ও নির্যাতনের বিচার হলে আওয়ামী লীগ ‘কবর লীগে’ পরিণত হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শহীদ মিনারে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণসভায় তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


স্মরণসভায় পার্থ বলেন, আওয়ামী লীগ দাঁড়ানোর জন্যও একটা মুরগির খোপ পায়নি। আগামী ১০০ বছরও ছাত্র-জনতার কাছে তারা আস্থা পাবে না।

বিজেপি চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার হত্যাসহ গত ১৫ বছরের গুম-খুন ও নির্যাতনের বিচার হলে আওয়ামী লীগ ‘কবরলীগে’ পরিণত হবে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কেউ যেন বেইমানি না করে।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর