সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি
কাদের গণি চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিক কাদের গণিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ও সদস্যসচিব শহীদউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

তবে কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনো বহাল আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন

শামা ওবায়েদ ও বাবুলের সব পদ স্থগিত

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এর আগে কাদের গণি চৌধুরী আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি, দৈনিক দিনকালে সিনিয়র রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর