ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষের দাবি ও ভাষা বুঝে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ড. আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রায়ে দায়িত্ব পেয়েছেন, এ জন্য সাধারণ মানুষের দাবি ও ভাষা বুঝে তাদের কাজ করা প্রয়োজন।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে জনগণের সামনে তা টিকবে না।
ড. আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। সুতরাং এ সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে।
বিজ্ঞাপন
বিইউ/এমএইচএম