বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘সারা বিশ্ব প্রধানমন্ত্রীর প্রশংসা করছে' 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

‘সারা বিশ্ব প্রধানমন্ত্রীর প্রশংসা করছে' 
ছবি : ঢাকা মেইল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র (রাসিক) এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে যেভাবে দেশকে হ্যান্ডেল করেছেন, তাঁর প্রশংসা সারা বিশ্ব করেছে। অর্থনৈতিক ব্যাপারে তিনি কিছু সতর্কতা অবলম্বন করেছেন। 

রোববার (২২ মে) দুপুর আড়াইটায় রাজশাহীর ১ নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন


বিজ্ঞাপন


রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণে ও সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা নিয়ে আবার সেই সুশীলরা নানা কথা বলছে। বর্তমান সময়ে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি। 

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে মেয়র লিটন বলেন, নিজেদের মধ্যে অন্তঃকলহ ভুলে সবাই মিলে আমাদের প্যানেলের প্রার্থীদের ভোট দিন। আমরা আশা করছি ২৫ মে নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছু মিলিয়ে বিশ্ব বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করা কোনভাবে ঠিক হবে না। বাংলাদেশের রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মুসাব্বিরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনী সভায় আরও বক্তব্য দেন এফ গ্রুপ আসনের প্রার্থী অ্যাড. একরামুল হক, অ্যাড. মোজাফফর হোসেন, অ্যাড. ইয়াহিয়া, অ্যাড. এজাজুল হক মানু, অ্যাড. খায়রুল বাশার প্রমুখ। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সৈয়দ রেজাউল রহমান, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. শাহ্ মো. খসরুজ্জামান, অ্যাড. রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), নজরুল ইসলাম খান ও এফ গ্রুপ আসনের প্রার্থী অ্যাড. একরামুল হক। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর