উদ্ভুত পরিস্থিতিতে দেশি-বিদেশি গণমাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে যেসব সংবাদ পরিবেশন হচ্ছে তাকে চক্রান্ত বলে মনে করে বিএনপি। দেশে এই ধরনের যেসব সমস্যা হচ্ছে তা সম্প্রদায়গত নয় দাবি করে এগুলোকে রাজনৈতিক সমস্যা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনের শুরুতে ফখরুল দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘এত বড় একটি বিপ্লবের পরে কিছু সমস্যা থাকতেই পারে। স্বাভাবিক করা কঠিন কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রাথমিকভাবে ভালো কাজ শুরু করেছেন। আশার আলো দেখতে শুরু করেছে মানুষ।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো তুলে ধরছে। আমরা মনে করি এটা একেবারেই সঠিক নয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তবে কিছু কিছু সমস্যা নিঃসন্দেহে তৈরি হয়েছে। এগুলো সম্প্রদায়গতভাবে নয়, রাজনৈতিক সমস্যা। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদের জড়িয়ে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। এমনকি কোনো সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক দল এটার সঙ্গে জড়িত থাকতে পারে না। সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে।’
ফখরুল বলেন, এর মধ্য দিয়ে নতুন করে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এসময় মির্জা ফখরুল গণমাধ্যমকর্মীদের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
বিইউ/জেবি

