সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর মারা গেলেন ছাত্রনেতা শাকিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর মারা গেলেন ছাত্রনেতা শাকিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে আহত ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল মারা গেছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৭ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক অনুপম রায় রূপক এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


সংগঠনটির দফতর জানিয়েছে, গত রোববার (৪ আগস্ট) মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে মিরপুর ১০ এ ছাত্রলীগ-যুবলীগের গুলিতে আহত হন। ওইদিন থেকে ঢাকার আঁগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স অ্যান্ড হসপিটালে তিনি ভর্তি ছিলেন। শাকিল মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন আমাদের পাঠশালার সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের মৃত্যুতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ শোক প্রকাশ করেছেন। 

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র জনতার ত্যাগ, রক্ত এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। এই লড়ায়ে আরেকজন শহীদ আমাদের শাকিল। শহীদদের ত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। শাকিলের লড়াই স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তনের লড়াই। আর কেউ যাতে শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, অবিচার করতে না পারে, রাষ্ট্র যাতে অবিচারের সংস্কৃতি কায়েম করতে না পারে— সেই ব্যবস্থা প্রবর্তনের লড়াই। আমরা শহীদদের স্মরণ করবো, আর জীবিতদের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব।’

কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর