শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিমানবন্দরে আটকে যাচ্ছেন ছাত্রলীগের প্রভাবশালী নেতারাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে আটকে যাচ্ছেন ছাত্রলীগের প্রভাবশালী নেতারাও

দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে দুই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকা হযর‍ত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। 

আটক দুই নেতা হলেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।


বিজ্ঞাপন


জানা গেছে, মঙ্গলবার দেশ ত্যাগের উদ্দেশে তারা দুইজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

এর আগে একই বিমানবন্দরে আটক হন- আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এদিকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি তারা।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর