শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব নিয়ে যা বললেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব নিয়ে যা বললেন ফখরুল
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বিএনপির সমর্থন আছে কিনা তা পরিষ্কার করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিক্ষার্থীদের প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।

ড. ইউনূসের নাম প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখন সব ক্ষমতার অধিকারী। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে সর্বদলীয় বিষয়টি বিবেচনা করা উচিত হবে। 

আরও পড়ুন

আন্দোলনের বিরোধিতাকারীরা সহিংসতা ও লুটপাট করছে: ফখরুল

তিনি আরও বলেন, ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তারা সঠিক সিদ্ধান্ত নেবে।


বিজ্ঞাপন


এ সময় তিনি খালেদা জিয়াকেও অবিলম্বে মুক্তি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক নেতাকর্মী, শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে আমাদের কাছে নাম চাওয়া হলে নাম দেবো। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা (সাংবাদিক) জানবেন।

এর আগে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আজ ভোর ৪টার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর