বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আওয়ামী লীগের শোক মিছিল পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের শোক মিছিল পেছাল
ফাইল ছবি

শোকাবহ আগস্ট উপলক্ষে আগামীকাল শুক্রবার (২ আগস্ট) শোক মিছিল করার কথা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের। তবে সেই সময় পরিবর্তন করা হয়েছে। একদিন পিছিয়ে শোক মিছিলটি অনুষ্ঠিত হবে শনিবার। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শোকমিছিল অনুষ্ঠিত হবে।

তবে শোক মিছিল না হলেও শুক্রবার কর্মসূচি থাকছে ক্ষমতাসীনদের। 

ক্ষুদে বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিলের পরিবর্তে আগামীকাল বাদ জুম্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হবে।

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর