শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ স্লোগান সাবেক ছাত্রলীগ নেতাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ স্লোগান সাবেক ছাত্রলীগ নেতাদের
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সেখানে মতবিনিময় হয়নি। সাবেক ছাত্রলীগ নেতাদের এড়িয়ে দলীয় সাধারণ সম্পাদক গণমাধ্যমে কথা বললে, তাতে আপত্তি জানান ছাত্রলীগের সাবেকরা। এক পর্যায়ে দলের এই শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা। 

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সময়ের আগেই বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতারা৷ উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তবে মতবিনিময় হয়নি। এর আগেই গণমাধ্যমে সংবাদ সম্মেলন শুরু করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এতে চটে যান ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। তারা হট্টগোল শুরু করেন। 


বিজ্ঞাপন


বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, সংবাদ সম্মেলন শুরু করার পর সাবেক নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আমাদের ডেকেছেন, আপনি তো আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন। তা না করে আপনি সংবাদ সম্মেলন করছেন। আমাদেরও ডাকলেন, আবার আমাদের সঙ্গে কথা না বলে আপনি সংবাদ সম্মেলন করছেন!

আরও পড়ুন

প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি: কাদের

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এই বসো। এই এগুলো কে? এতে কর্ণপাত করেননি সাবেক ছাত্রলীগ নেতারা। এ সময় তারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। 

পরে সংবাদ সম্মেলন সম্পন্ন না করেই উঠে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ 


বিজ্ঞাপন


এদিকে শুধু ওবায়দুল কাদের নন, এদিন সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকও। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ড. আব্দুর রাজ্জাকের ছেলে আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন৷ সে পোস্ট নিয়ে তৈরি হয়েছিলো ব্যাপক সমালোচনা৷ 

বুধবার সকালে ড. আব্দুর রাজ্জাককে দেখে সে সমালোচনা ক্ষোভে রূপ নেয়৷সভাস্থলে তাকে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা বলে ওঠেন, তিনি এখানে কেন? 

ড. আব্দুর রাজ্জাকপুত্র ফেসবুকে কেন সরকারবিরোধী পোস্ট করেছেন, তা জানতে চান সাবেক নেতারা।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর