মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

তৃণমূলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল যুবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

তৃণমূলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল যুবদল
জাতীয়তাবাদী যুবদলের লোগো। ফাইল ছবি

যুবদলের সবশেষ কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পরও তৃণমূলের যেসব ইউনিটের কমিটি দেওয়া হয়েছে তা বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার দুই দিনের মধ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


যুবদলের কেন্দ্র থেকে বলা হয়েছে, গত ১৩ জুন জাতীয়তাবাদী যুবদলের (টুকু-মুন্না) নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে ৮ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট (উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড)-সমূহ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, ১৩ জুন যুবদলের আগের কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। সেজন্যই উক্ত সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর