নেতাদের ওপর আস্থা না থাকায় হতাশ হয়ে বিএনপি কর্মীরা সমাবেশে যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ের নিজ দফতরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটো সমাবেশই ফ্লপ। নেতাদের ওপর আস্থা না থাকায় কর্মীরা হতাশ। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।
হাতে কোনো ইস্যু না থাকায় বিএনপির উদ্ভট চিন্তা করছে এবং খড়কুটো ধরে বাঁচতে চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
ভারতের পণ্য বর্জনের কর্মসূচিতে বিএনপি সফল হবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভারতের পণ্য বর্জনের ডাক বিএনপির ব্যর্থ চেষ্টা। তাদের লোকেরাই বর্জন করবে না। এ কর্মসূচিতে তারা সফল হবে না। কারণ ভারতের পণ্য ছাড়া চলবে না।
বিএনপির নেতারা এখন বলছে গরম কমলে আন্দোলন করবে। এভাবে তো ১৫ বছর পার হয়ে গেল, আর কত সময় নেবে বিএনপি।– জানতে চান সেতুমন্ত্রী।
বিজ্ঞাপন
মেট্রোরেলের ভ্যাটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত না, যৌক্তিক না। দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। তবে ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছি। তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।
এমআর

