বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৩ এএম

শেয়ার করুন:

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেছেন। তার সঙ্গে গেছেন স্ত্রী তাহেরা আলম। 

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকার গিয়েছেন। চিকিৎসা শেষে তারা দেশে ফিরবেন।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার কয়েক দিন পর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তিন মাসের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকার সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন।

তার শরীরের অন্তত ৮ কেজি ওজনও কমেছে। জামিনে মুক্ত হওয়ার পর আমীর খসরু একাধিকবার ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়ার জন্য গেলেন তিনি।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর