শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে বিএনপি
ফাইল ছবি

সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় নির্বাচনও বর্জনের ডাক দিয়েছে বিএনপি। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নিতে তৃণমূলের নেতাদের প্রতি বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। মনোনয়ন সংগ্রহকারীদের সরে দাঁড়াতে বললেও অনেকে নির্বাচনের মাঠ ছাড়ছেন না। এমন পরিস্থিতিতে এবার ভোটে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার শুরু করেছে বিএনপি।

আরও পড়ুন

পাঁচ মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা হাবিব

রোববার (২১ এপ্রিল) দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পটুয়াখালী ও কক্সাবাজার উপজেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর