মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

মিন্টুকে বিদেশ নিতে চিকিৎসকের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ১২:১১ পিএম

শেয়ার করুন:

মিন্টুকে বিদেশ নিতে চিকিৎসকের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার
আব্দুল আউয়াল মিন্টু (ফাইল ছবি)

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা করা তৃতীয় রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকরা।

তবে পরিবারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে নিতে চাইলেও এখনো রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসদের কাছ থেকে অনুমতি মেলেনি।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এসব তথ্য জানিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) সকালে পরিবারের সদস্যদের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, শনিবার তার তৃতীয় রিপোর্ট পাওয়া গেছে। কিন্তু ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক এখনো থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত দেননি। পরিবারের সদস্যরা চিকিৎসকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

বুকে ব্যথা অনুভব করায় গত শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে তাকে হাসপাতালে দেখে এসেছেন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর