মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

দেশে আওয়ামী লীগ নেই, সব পুলিশ লীগ: ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে এখন আওয়ামী লীগ নেই, সব পুলিশ লীগ বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক শোকসভায় ফখরুল এসব কথা বলেন। এর আগে উপজেলার পুলিশি হেফাজতে মারা যাওয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব।


বিজ্ঞাপন


প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে ফখরুল বলেন, আমার প্রশ্ন একটাই, কেন পুলিশ কাস্টডিতে আকরামকে প্রাণ দিতে হলো? সুস্থ সবল একজন যুবক তাকে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে গেল। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এটা শুধু হরিপুরে একটা ঘটনা নয়। সারাদেশে আন্দোলন চলাকালে আমাদের প্রায় ৩০ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ গত কয়েক দিনের মধ্যে তারা ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে৷ সারাদেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে তারা।’

আওয়ামী লীগ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি দাবি করে ফখরুল বলেন, ‘তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়৷ এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে৷ দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ।’

আরও পড়ুন

খালেদা জিয়া রাজনৈতিক কারণে এখনও বন্দী: ফখরুল

এবার ঈদ মানুষের কাছে দুঃখ নিয়ে এসেছে: ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘এবারে আপনাদের ঈদ আনন্দের হয়নি। এই দানবীয় সরকার আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলেমেয়েরা ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে৷ অথচ এই দানবীয় সরকার জবর দখল করে আছে৷’

বিএনপি মহাসচিব বলেন, ‘গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপকসহ বিখ্যাত কাউকেই তারা সম্মান করে না। পৃথিবী যাকে চেনে, এমন নোবেল বিজয়ীকেও তারা শাস্তি দিয়েছে।’

এ সময় জেলা বিএন‌পির সিনিয়র সহ-সভাপতি নুর করিম, জেলা য‌ুবদলের সভাপ‌তি চৌধুরী মোহা. মহেবুল্লাহ আবু নুর, হরিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর