সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মানুষ আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়: আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

মানুষ আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়: আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ আওয়ামী লীগের হাতে জিম্মি হয়ে পড়েছে, তারা এদের হাত থেকে মুক্তি চায়।

মঙ্গলবার (২ এপ্রিল) কাফরুল থানাধীন ৪,১৪,১৬, ৯৪নং ওয়ার্ড ভাষানটেক থানার ৯৫নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট থানাধীন ১৫নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আমিনুল হক বলেন, ‘দেশে উন্নয়নের নামে দুর্নীতি,অপকর্ম, দুঃশাসন ও লুন্ঠনের রাজনীতি চলছে। আওয়ামী লীগ সরকার  প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। আজ মানুষের বাকস্বাধীনতা নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ আজ মৃতঃপ্রায়।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গেছে। মানুষের ভোট ও ভাতের অধিকার নেই, মানুষের অধিকার নিয়ে কথা বললেই সরকার মামলা হামলা নির্যাতন গুম খুনের রাজনীতিতে মেতে উঠে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী সরকারের পায়ের নিচে মাটি নেই। এই আওয়ামী সরকারকে আর এ দেশের মানুষ আর দেখতে চায় না।’

আমিনুল হক বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কখনোই ফিরবে না, মানুষের দুর্দশা আরও বাড়বে। তাই অবিলম্বে দেশ ও দেশের মানুষকে রক্ষার্থে এই সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই।’


বিজ্ঞাপন


এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য কাজী গোলাম কিবরিয়া মাখন, আহসানুল্লাহ চৌধুরী হাসান, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদ, রেজা নূর সেলিম, সৈয়দ ফজলুল করিম, মোল্লা মো. ওমর ফারুক, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদ আলম প্রমুখ।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর