মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জেল-জুলুমে আর বিএনপিকে দুর্বল করা যাবে না: আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

জেল-জুলুমে আর বিএনপিকে দুর্বল করা যাবে না: আমিনুল

মামলা-হামলা, জেল-জুলুম আমাদের সয়ে গেছে, নতুন কিছু দিয়ে আমাদের আর দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

রোববার (১ এপ্রিল) রাজধানীর উত্তরায় এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আমিনুল হক বলেন, ‘গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর যেভাবে মামলা-হামলা, গুম-খুন, গ্রেফতার ও নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এখন আর নতুন করে এসব করে লাভ হবে না। যেসব দেশে একনায়ক থাকে, স্বৈরাচার থাকে সেসব দেশে এমন মামলা হবে, গ্রেফতার হবে, বিরোধী নেতাকর্মী গুম-খুন হবে, এটাই স্বাভাবিক। মামলা-হামলা-নির্যাতন করে বিএনপিকে কখনোই দুর্বল করা যাবে না।’

আরও পড়ুন

বিএনপিতে শুদ্ধি অভিযান চান খালেদার উপদেষ্টা

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, অথচ সরকার মানুষের দুঃখ লাঘবে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।


বিজ্ঞাপন


ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আকতার হোসেন, মহানগর সদস্য ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপু, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান নাজিম উদ্দীন, মিন্নাত আলী, শাহ জালাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা আকতার পারভীন, দক্ষিণখান থানা বিএনপির সদস্য মমিন উদ্দিন, কামাল হোসেন, আব্দুস সাত্তার বাবুল প্রমুখ।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর