দলীয় শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগ এনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত শোকজের চিঠি আবুল কালাম আজাদের কাছে পৌঁছেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
দলের শোকজ নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপনার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। শিষ্টাচারবহির্ভূত আপনার প্রদত্ত এসব বক্তব্য কার্যত সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছাতে হবে।
গত ৯ মার্চ রাজশাহী নগরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশ। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সভাপতিকে দলীয় প্রার্থীর বিপক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গালাগাল করেন। ওই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়।
বিজ্ঞাপন
রাজশাহী-৪ আসনে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে বর্তমান সংসদ সদস্য ও অপর পক্ষে গত নির্বাচনে মনোনয়নবঞ্চিত তিনবারের সংসদ এনামুল হক।
জেবি