শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

৯৫ ভাগ মানুষ গণতন্ত্র রক্ষার পক্ষে ঐক্য গড়েছেন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

৯৫ ভাগ মানুষ গণতন্ত্র রক্ষার পক্ষে ঐক্য গড়েছেন: গয়েশ্বর

দেশের ৯৫ ভাগ মানুষ গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ঐক্য গড়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, লুটেরা-দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারী মাত্র পাঁচ ভাগ মানুষ একদিকে। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে দেশের ৯৫ ভাগ মানুষ ঐক্য গড়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর।


বিজ্ঞাপন


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গয়েশ্বর রায় বলেন, জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরইমধ্যে তা প্রমাণ করেছেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, এস এম আব্দুল হালিম, এস এম জহুরুল ইসলাম, সৈয়দ সুজা উদ্দিন, আব্দুর রশিদ সরকার, তাহমিনা রুশদীর লুনাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দল ও ওলামা দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর