বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

কীভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয় ‘জানেন’ জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

কীভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয় ‘জানেন’ জিএম কাদের
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন জিএম কাদের। ছবি ঢাকা মেইল।

নিত্যপণ্যের দাম কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় তা জানা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ এমন মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি জানি কীভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয়। আমি পেরেছিলাম। কিন্তু বর্তমান সরকার পারছে না।’


বিজ্ঞাপন


আরও পড়ুন

জিএম কাদেরকে ‘বিরোধীদলীয় নেতা’ নির্বাচন জাপার!

রোববার (২১ জানুয়ারী) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জিএম কাদের।

ধান-চালের মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিকতা নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ধান চালের দাম বাড়ছে। দেশে ধান চালের অভাব নেই। প্রচুর উৎপাদন হয়েছে। প্রচুর মজুদ আছে। তারপরও হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। দাম বাড়ানোর কোনো যৌক্তিতা নেই। অযৌক্তিকভাবে দাম বাড়ছে। এটা একটা পক্ষ মুনাফার লোভে এটা করছে। সরকারের এই বিষয়ে দেখা দরকার। বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।’

আরও পড়ুন

মুখ খুললেন কাদের-চুন্নু, টাকা পাওয়ার অভিযোগ নাকচ

এর আগে সিটি বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় বাজারের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর