রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকা-৭ আসনে হাজী সেলিমের ছেলে জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩১ এএম

শেয়ার করুন:

ঢাকা-৭ আসনে হাজী সেলিমের ছেলে জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি হাজী সেলিমের বড় ছেলে সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন।

তিনি নৌকা প্রতীক নিয়ে ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।


বিজ্ঞাপন


রোববার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-৭ আসনের অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরজাহান বেগম ২৮১, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী ৬১৮, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা ৪২৯, জাসদের ইদ্রিস বেপারী ২৯৭ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোট পড়েছে ৭৪ হাজার ৩২২টি। বৈধ ভোট ৭২ হাজার ৭৫০টি। ভোটের হার ২১ দশমিক ৬৬ শতাংশ।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর