শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

ইনুকে নিয়ে প্রধানমন্ত্রীর আশঙ্কাই বাস্তব হলো!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

ইনুকে নিয়ে প্রধানমন্ত্রীর আশঙ্কাই বাস্তব হলো!
হাসানুল হক ইনু। (ফাইল ছবি)

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে হেরে গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ভোটে অংশ নিয়েছিলেন।

রোববারের নির্বাচনে ইনু পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।


বিজ্ঞাপন


টানা তিনবার মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

ইনু এবার হেরে যেতে পারেন এমন আশঙ্কা প্রধানমন্ত্রী প্রকাশ করেছিলেন গত ২৩ ডিসেম্বর এক অনুষ্ঠানে। নির্বাচন উপলক্ষে ছয় জেলার জনসভায় ভার্চুয়াল বক্তব্যে  ইনুর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ইনু ভাইও নৌকায় চড়েছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায়।’ প্রধানমন্ত্রীর সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিল। এবার সংসদে যাওয়া হচ্ছে না জাসদ নেতার।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর