বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুর-২: মতিয়া চৌধুরী বিজয়ী

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

শেরপুর-২: মতিয়া চৌধুরী বিজয়ী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) রাত আটটার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন নকলা ও নালিতাবাড়ীর দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা।


বিজ্ঞাপন


জানা গেছে, শেরপুর-২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মশাল প্রতীক নিয়ে জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর