দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন এক লাখ তিন হাজার ৩১ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।
বিজ্ঞাপন
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ভোটার চার লাখ পাঁচ হাজার ৩৮২ জন।
মো. রশীদুজ্জামান একজন তুখোড় নাগরিক নেতা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পাশাপাশি নিজ এলাকায় কৃষকদের জমি লবণ পানিমুক্ত রাখার জন্য ঘের মালিকদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এরশাদবিরোধী আন্দোলনে ১৯৮৩ সালে সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। তিনি অনার্স ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র আদালতে দেখিয়ে জামিন নিয়েছিলেন। তবে এম.এ. পরীক্ষার পূর্বে আবারো তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। মো. রশীদুজ্জামান পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। পরে খুলনা জেলা কমিটির সদস্য হন।
তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
বিজ্ঞাপন
জেবি