মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭ তারিখ ফাইনাল খেলা: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

৭ তারিখ ফাইনাল খেলা: কাদের
ফাইল ছবি

আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার (১ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। হবে খেলা। বিএনপি কোথায়? মাঠে আছে? কোথায় গেছে? পালিয়ে গেছে। পালিয়ে গেলে বাদ। ফাউল করে লাল কার্ড খেয়েছে। লাল কার্ড খেয়ে ২৮ তারিখ বাদ। ফাইনাল খেলা ৭ জানুয়ারি লাল কার্ড দেখিয়ে বাদ করে দিতে হবে।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী, খুনি, ষড়যন্ত্রকারী। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না।

কাদের আরও বলেন, খেলা হবে। জোরদার খেলা হবে। আগুন সন্ত্রাস, লুটপাত, দুর্নীতি, সন্ত্রাস, অবরোধের বিরুদ্ধে খেলা হবে।

আরও পড়ুন

আস্থা রাখুন, ভোটারদের উদ্দেশে নানক

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, খেলতে হবে একসঙ্গে। সাত তারিখে জিতবে কারা, বঙ্গবন্ধু সৈনিকেরা। সাত তারিখ ফাইনাল খেলা।

কাদের অভিযোগ করে বলেন, বিএনপির ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগানও তুলল না। বিএনপি ইউরোপ, আমেরিকাকে খুশি করার রাজনীতি করে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। এই তারেকের বিরুদ্ধে খেলা হবে।

কাদের বলেন, কোথায়? বাইডেনের দোস্ত কোথায়? পল্টনে পুলিশ হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, ৩৪ জন সাংবাদিককে নির্যাতন। ফখরুল পালিয়ে গেলো। দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেলো। ফখরুলের পর মির্জা আব্বাস, আমির খসরু সব পালিয়ে গেলো। এ সময় পল্টনের অফিসে অন্ধকারের মধ্যে আবির্ভাব হলো বাইডেনের নাকি দোস্ত। গরগর করে ইংরেজি বলে। কি করিবে? এখন নতুন প্লান করবে, বাইডেন পালিয়েছে। এরপর এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের পিটুনি খেয়ে এখন বাংলা বলে। বরিশালের বাংলা বলে। ফান্দে পড়িয়া বগা কান্দে।

ওবায়দুল কাদের বলেন, সাত তারিখে ভোট কেন্দ্রে দলে দলে আসবে ভোটার।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোট নিয়ে আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেবো। অস্ত্র নিয়ে আসলে হাত ভেঙে দেবো।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর