বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবে আয়োজিত এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী বলেন, তারেক জিয়ার দেশে আসার সাহস নাই সে পালিয়ে গেছে। তাই লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে। এখন তারা মানুষ পুড়িয়ে মারে, বাস ট্রেনে আগুন দেয়। ৭ তারিখের নির্বাচনের জনগণ ভোট দিয়ে তাদের জবাব দেবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী পক্ষ নির্বাচন বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনে জনগণ ভোট দিতে চায়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু জনগণ ভোট দিয়ে তা প্রতিহত করবে।’
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আপনারা সবাই আচরণবিধি মেনে চলবেন। আমি নিজেও আচরণবিধি মেনে চলি। আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন, তাহলে নৌকা মার্কায় ভোট দেবেন। ভাববেন না আমি নির্বাচনে জয়ী হয়ে গেছি। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’
বিজ্ঞাপন
মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ।
এর আগে সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। পরে চরকাঁকরা ও চাপরাশিরহাট এলাকায় গণসংযোগ করেন।
বিকেলে কবিরহাট উপজেলার জনতা বাজার, আলগি রাস্তার মাথা, মকবুল চৌধুরীহাট, আমিনবাজার, ভূঁইয়ারহাট এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের।
প্রতিনিধি/এমআর