বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন। 


বিজ্ঞাপন


রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হবে। 

আরও পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের রুখে দাঁড়ান, মানুষের মুখে হাসি ফোটাবো

এরইমধ্যে ইশতেহার ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠান সূচী জানিয়েছে আওয়ামী লীগ। সূচী অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। সকাল ১০টা ২৮ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। 

সকাল সাড়ে ১০টায় স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। এরপর বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


বিজ্ঞাপন


বেলা পৌনে ১১টায় একটি ভিডিও প্রদর্শন করা হবে। ১০ মিনিটের ভিডিও প্রদর্শনের পর অনুষ্ঠান সভাপতির বক্তব্য ও ইশতেহার উপস্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর