মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের বিজয় র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম করেছে দলটি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকেই ট্রাকে ও পায়ে হেঁটে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এসময় তাদের হাতে বিভিন্ন ইউনিটের ব্যানার, ফেস্টুন দেখা যায়। দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে শোভাযাত্রায় আসছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
বিজয় র্যালিতে আসা নেতাকর্মীরা জানান, আমরা বিজয় দিবসটি পালনে এখানে এসেছি। সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচনের প্রচারণাও শুরু হয়ে গেছে, তাই আমাদের প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও আর কোনো বাধা নেই। আমাদের বিজয় দিবসের এই উদযাপনের সাথে সাথে নির্বাচন ভন্ডুলের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি থাকবে।
বিজ্ঞাপন
এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগকে শোভাযাত্রা করতে ১৯টি শর্তে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন।
কারই/এমএইচএম