বিজয়ের মাসকে সামনে রেখে টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় বক্তৃতাকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। বিকালে বঙ্গবন্ধু কনভেনশন সেটারে আলোচনা সভা।
তিনি বলেন, ১৭ ডিসেম্বর আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
১৮ তারিখ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট থেকে ৩২ নম্বর পর্যন্ত বিজয় র্যালি হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি আগামী ২০ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
কারই/এমএইচএম