মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

বিএনপি না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: সালমান এফ রহমান

বিএনপি না এলেও এবারের নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অন্য অনেক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে অংশ নেওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন যাচাই-বাছাইয়ে ঢাকা-১ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।  


বিজ্ঞাপন


আরও পড়ুন

আলোচিত প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল 

সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটার সঙ্গে আমি একমত নই। গ্রহণযোগ্য হবে, আপনারা দেখেছেন, অনেক দল এখন অংশগ্রহণ করছে। আমি মনে করি, ভোটাররা আসবে। যেখানে প্রতিযোগিতা আছে সেখানে আসবে। যেখানে প্রতিযোগিতা নেই, ধরেন, জাতীয় পার্টিও নেই অথবা অন্য কোনো স্বতন্ত্র নেই, তাহলে ওখানে ভোটার টার্ন-আউট সবাই মনে করছে কম হবে। আমি কিন্তু বিশ্বাস করি, ভোটারটা তারপরও বের হবে। যেহেতু অলরেডি সারাদেশে নির্বাচন নিয়ে একটা উৎসব ভাব চলে এসেছে।’


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের নির্বাচনে আপনারা জানেন, ভোটাররা সবসময় ভোট দিতে চায়। এটা উনাদের একটা মৌলিক অধিকার। আমি বিশ্বাস করি, ভালো ভোটার টার্ন-আউট হবে।’

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর