অগ্নিসংযোগ, ভাংচুর এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এবং সিলেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন- মোসলেহ উদ্দীন ও নিজাম উদ্দিন।
মোসলেহ উদ্দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। অন্যদিকে নিজাম উদ্দীন সিলেট শাহপরান থানার ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দফতরের মিডিয়া বিভাগ।
বিজ্ঞাপন
মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন এবং সিলেট শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত ৮১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এমআইকে/এমএইচএম

