সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাশকতার অভিযোগে দুই বিএনপি নেতা গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

নাশকতার অভিযোগে দুই বিএনপি নেতা গ্রেফতার 

অগ্নিসংযোগ, ভাংচুর এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এবং সিলেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন- মোসলেহ উদ্দীন ও নিজাম উদ্দিন। 

মোসলেহ উদ্দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। অন্যদিকে নিজাম উদ্দীন সিলেট শাহপরান থানার ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। 

আরও পড়ুন

আরও এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করল বিএনপি

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দফতরের মিডিয়া বিভাগ। 


বিজ্ঞাপন


মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন এবং সিলেট শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত  হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত ৮১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর