ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘সিইসি ঘোষিত আওয়ামী টুর্নামেন্ট অপজিট খেলোয়াড়রা প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখান করেছে দেশের প্রায় ১২ কোটি ভোটার। আওয়ামী লীগের গৃহপালিত নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেশবাসী দেবে না।’
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সরকারের উদ্দেশে নির্বাচন নামের পুতুল খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে ইমতিয়াজ আলম বলেন, ‘এখনো সময় আছে, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। দেশকে বাঁচান। দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। গণমানুষের পক্ষে বন্ধু রাষ্ট্রের পরামর্শ গ্রহণ করুন।’
বিজ্ঞাপন
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ‘আওয়ামী লীগের গৃহপালিত কমিশন ও গৃহপালিত দল দিয়ে নির্বাচন আয়োজনের পাঁয়তারা দেশের মানুষ সহ্য করবে না। দেশ বাঁচাতে ও দেশের অর্থনৈতিক অবস্থার নতুন সংকট তৈরি করা থেকে সরে দাঁড়ান। একগুয়েমি করে দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবেন না। জাতীয় সরকার ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের পয়সা খরচ করে নির্বাচন দেশবাসী মেনে নেবে না।’
এতে আরও উপস্থিত ছিলেন ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, নুরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, এইচ এম রফিকুল ইসলাম, এম এম শোয়াইব, মুফতি আবদুল আহাদ, মুহাম্মদ নাজিম উদ্দীন, আলী হায়দার, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মুফতি আল-আমিন এহসান, মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিম উদ্দীন, তাজওয়ার হোসাইন প্রমুখ।
জেবি

