সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হরতাল-অবরোধে বিএনপি আরও দূরে ছিটকে যাবে’

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

‘হরতাল-অবরোধে বিএনপি আরও দূরে ছিটকে যাবে’

সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপির কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না। এতে বিএনপি জনগণ থেকে আরও দূরে ছিটকে যাবে।

শুক্রবার (১ ডিসেম্বর) কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগণের কাছে আরও ধিকৃত হয়ে যাবে।

আরও পড়ুন

‘বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা ও ৩০ সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন’ 


বিজ্ঞাপন


বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করল সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণটাই হচ্ছে মুখ্য। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বতস্ফূর্ততা আছে।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুলসংখ্যাক ভোটার স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন বলেও আশার করা জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর