রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় স্বজনরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় স্বজনরা
ছবি: ঢাকা মেইল

বিভিন্ন সময় দলের কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যরা মানববন্ধন করছেন। মানববন্ধন শেষে তারা প্রধান বিচারপতিকে তাদের মুক্তি চেয়ে স্মারকলিপি প্রদান করবেন। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি শুরু করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

সেখানে বিএনপির যে সমস্ত জাতীয় ও সিনিয়র নেতা কারাগারে এবং রায়ে যাদের সাজা হয়েছে তাদের স্বজনরা অংশ নেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও এতে অংশ নিয়েছেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। পরে কাকরাইলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে যায় সমাবেশটি। ২৯ অক্টোবর বিএনপির পক্ষ থেকে সংঘর্ষের প্রতিবাদে হতালের ডাক দেওয়া হয়। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর