শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই যেসব আসনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই যেসব আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৩০০ আসনের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৩৬২টি। অর্থাৎ গড়ে প্রতি আসন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১১টি করে।

গত শনিবার থেকে মঙ্গলবার এই চারদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৫০ হাজার টাকা হারে পরিশোধ করে ফরম উত্তোলন ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। এমনও আসন রয়েছে, যেখানে মনোনয়ন প্রত্যাশী ২০ জনের বেশি।


বিজ্ঞাপন


এবারের নির্বাচনকে সামনে রেখে ব্যত্যয়ও দেখা গেছে। যেখানে অনেক আসনেই এক হ্যাবিওয়েট প্রার্থীর মুখোমুখি আরেক হেভিওয়েট প্রার্থী, সেখানে আটটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী একজন করে।

এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা একাই।

নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম তুলেছেন। এ আসনেও তার বিপরীতে কোনো মনোনয়ন প্রত্যাশী নেই।
 
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছাড়া আর কোনো মনোনয়ন প্রত্যাশী নেই।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর বিপরীতেও মনোনয়ন প্রত্যাশী নেই বরিশাল-১ আসনে।

বাগেরহাট-১ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ সভাপতির চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। তার আসনেও আর কেউ মনোনয়ন তোলেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবার সংসদ সদস্য হন শেখ হেলাল পুত্র শেখ সারহান নাসের তন্ময়। তার আসন বাগেরহাট-২। এ আসনে এবার মনোনয়ন প্রত্যাশী তিনি একাই।

খুলনা-২ আসন থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী শেখ সালাউদ্দিন। তিনি শেখ হেলাল উদ্দিনের ভাই।

মাদারীপুর-১ আসনে নৌকার কান্ডারী হতে একমাত্র মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা হচ্ছেন নৌকার প্রার্থী তা জানা যাবে শনিবার।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর