বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি: চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু । ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। নির্বাচনের পরিবেশ এখনও হয়নি। পরিবেশ-পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মুজিবুল হক চুন্নু বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আরও পড়ুন

পাঁচ দিন বিক্রি হবে জাপার মনোনয়ন, চাঁদা পরিশোধ ছাড়া কেনার সুযোগ নেই

তিনি বলেন, আশা করছি পরিবেশ হবে। নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, আজ ফরম বিক্রি শুরু করলেও রওশন এরশাদ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।  


বিজ্ঞাপন


শুরুতে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর