বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০২:৫৩ এএম

শেয়ার করুন:

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম আজ সোমবার থেকে বিক্রি শুরু করবে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টা হতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হবে। যা চলবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত। 


বিজ্ঞাপন


জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ২ খন্দকার দেলোয়ার জালালী রোববার (১৯ নভেম্বর) এ কথা জানান। 

তিনি জানান, জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য হবে ৩০ হাজার টাকা।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানানোর পরপরই দল এমন তথ্য জানাল। 

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।


বিজ্ঞাপন


রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর