সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি করে আ.লীগের আয় ১১ কোটি ৪৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি করে আ.লীগের আয় ১১ কোটি ৪৩ লাখ
মনোনয়ন ফরম বিক্রির তথ্য তুলে ধরছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি ফরম বিক্রি হয়েছে। এনিয়ে দুইদিনে ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২৮৬টি। দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। 

রোববার বিকেল সোয়া ৫ টায় সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 


বিজ্ঞাপন


তিনি জানান, দ্বিতীয় দিনে এক হাজার ১৮০টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরও ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে এক হাজার ২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। 

Biplob_borua_2
মনোনয়ন ফরম বিক্রির তথ্য তুলে ধরছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দলের আয়ের খাতায় যোগ হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। 

দুই দিনে দলের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। 


বিজ্ঞাপন


এসময় বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এই দুইদিনের তুলনায় আরও বেশি বা সমকক্ষ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রথম আওয়ামী লীগই অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এটি জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর