আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথাসময়ে অনুষ্ঠিত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের (নিষেধাজ্ঞা) যে ভয় দেখানো হচ্ছে তাতে সরকার কান দেয় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মার্কিন নিষেধাজ্ঞার ভয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা স্যাংশনের আশঙ্কায় কান দিই না। ওসব জুজুর ভয়। আমাদের আত্মবিশ্বাস আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে
মন্ত্রী বলেন, বিদেশিরা কে কী দাবি করলে তা ইরিলেভেন্ট। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেওয়া হবে।
জাতিসংঘের সমালোচনা করে মন্ত্রী বলেন, গাজায় যে গণহত্যা চালাচ্ছে সেখানে জাতিসংঘের কথা নেই, বাংলাদেশ বিষয়ে তাদের কথা বলা মানায় না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন সংবিধান অনুযায়ী। আমরা নির্বাচন করব, দূতাবাস সেকেন্ডারি। কেউ নষ্ট করার চেষ্টা করলে হতে দেব না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেব।
বিজ্ঞাপন
পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মতো আরও কিছু দেশ তাদের ফায়দা লুটতে চায়।
জেবি