আবারও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রায় এক ঘণ্টা ধরে তারা বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে সূত্র জানিয়েছে। তবে বৈঠকে আগামী নির্বাচন প্রসঙ্গ বেশি গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান ছাড়াও যোগ দেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।
জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে এর আগেও একাধিক বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। গত ১৪ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৪ জুন পিটার হাসের বাসায় গিয়ে বৈঠক করেন জিএম কাদের। এছাড়া একাধিক দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা সোর্স জানালেও জাতীয় পার্টি সূত্র আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
টিএই/জেবি