গত ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৮টার দিকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
গত শনিবার মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। সংঘর্ষ ও পুলিশ নিহতের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় একাধিক মামলা হয়েছে। যাতে আসামি করা হয়েছে মির্জা আব্বাসকেও। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর এসব মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত এই আদেশ দেন।
২০১৯ সালে মামলা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ২০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৫ মার্চ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আসাদুজ্জামান আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বিইউ/কারই/জেবি