শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

২৮ অক্টোবর আটঘাট বেঁধে মাঠে নামবে আওয়ামী লীগ

কাজী রফিক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

২৮ অক্টোবর আটঘাট বেঁধে মাঠে নামবে আওয়ামী লীগ

২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সেদিন জামায়াতও শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। কর্মসূচির এসেছে বিএনপির সমমনা দলগুলোর পক্ষ থেকেও। ঘটনাবহুল ২৮ অক্টোবর সরকারবিরোধী দলগুলো যেন বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে সেজন্য আটঘাঁট বেঁধে মাঠ নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকার রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।

১৭ বছর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিন বড় দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত হয়। সেদিন সারাদেশে সংঘাতে ১১ জন মারা যায়। এর মধ্যে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ১৪ দলীয় জোট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন মারা যান।


বিজ্ঞাপন


সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে এবার ঘটনাবহুল দিনটিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। জামায়াতও একইদিন সমাবেশ ডেকেছে।

আরও পড়ুন

উন্নয়ন ও ঐক্যের বার্তা নিয়ে তৃণমূলে ছুটছে কেন্দ্রীয় আওয়ামী লীগ

সরকারবিরোধী দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগও সমাবেশ করার কথা জানিয়েছে। বিএনপি যেন মাঠ দখলে নিতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে আছে দলটি। বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার নেতৃত্বে পরিবর্তন এনেছে ক্ষমতাসীনরা।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷ ঢাকার আন্দোলন-সংগ্রামের ‘গতি বাড়ানোর’ জন্য দায়িত্ব পাওয়া এই দুই নেতা নগর আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। ২৮ অক্টোবরকে কেন্দ্র করে এবার তারা নিজেদের প্রস্তুত করছেন।


বিজ্ঞাপন


awami-1

আওয়ামী লীগের হাইকমান্ড জানিয়েছে, দুইদিন আগে থেকেও তারা মাঠে থাকবে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজধানীর ১২৯টি ওয়ার্ডে মিছিল করবে ক্ষমতাসীন দলটি। ২৮ তারিখ সকাল থেকে পাড়া-মহল্লায় ও ঢাকার প্রবেশমুখে অবস্থান করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে দুই মহানগর ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন নেতাকর্মীরা যোগ দেবেন। এরইমধ্যে সহযোগী সংগঠনগুলোও তাদের কর্মসূচিও ঘোষণা করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, দশ লাখ নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে দলটি। স্থানীয় পর্যায় থেকে যে সকল নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন, কোনো আক্রমণ হলে তা প্রতিহত করার সক্ষমতা নিয়েই আসবেন কর্মীরা।

 

আরও পড়ুন

২৮ অক্টোবর ঘিরে উদ্বেগ, কী ঘটবে সেদিন?

 সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় এক নেতা ঢাকা মেইলকে বলেন, 'আমাদের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সেদিন মাঠে থাকবে। কোনো আক্রমণ হলে তার জবাব দেয়ার প্রস্তুতি নিয়েই নেতাকর্মীরা যাবেন।'

তিনি জানান, যদি কোনো নেতাকর্মী আহত হন, তাদের চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে। হাসপাতালের জরুরি বিভাগেও চিকিৎসকরা সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

সেদিন পুরুষ সংগঠনের পাশাপাশি সকাল থেকে মাঠে থাকবে নারী সংগঠনগুলোও।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ঢাকা মেইলকে বলেন, 'কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আমরা বৃহস্পতিবার ও শুক্রবার মিছিল করব। একাধিক স্থানে আমাদের মিছিল হবে। ২৮ তারিখও আমরা মাঠে থাকব।'

কারই/এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর