শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, সিদ্ধান্ত জানায়নি ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, সিদ্ধান্ত জানায়নি ডিএমপি
নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ। (ফাইল ছবি)

সরকার পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার (২১ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই আবেদন করা হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


গত ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ে আংশিক কর্মসূচির হিসেবে আগামী ২৮ তারিখ শনিবার মহাসমাবেশ করব। এরপর আমাদের মহাযাত্রা শুরু হবে। সরকারের পদত্যাগ না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরে যাবো না। এটি যুগপৎ আন্দোলনের কর্মসূচি।

এদিকে শনিবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ডিএমপির কাছে অনুমতি চাওয়ার বিষয়টি জানিয়েছেন। আগামী ২৮ অক্টোবর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ উপলক্ষে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা ও জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

রোববার (২২অক্টোবর) বিএনপির উদ্যোগে মহাসমাবেশকে কেন্দ্র করে যৌথসভা ডাকা হয়েছে বলেও জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর