শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৮ অক্টোবর মাঠে থাকবে আওয়ামী লীগও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

২৮ অক্টোবর মাঠে থাকছে আওয়ামী লীগও
ফাইল ছবি

আগামী শনিবার (২৮ অক্টোবর) মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগ সূত্রে এই তথ্য জানা গেছে। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও দলটির বেশ কয়েকটি সূত্র ২৮ অক্টোবর কর্মসূচি থাকার বিষয়টি জানিয়েছে। 


বিজ্ঞাপন


জানা গেছে, আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির দিনে নিজেদের কর্মসূচি রাখবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশস্থল হতে পারে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা মেইলকে বলেন, এখনও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি নেই। তবে ২৫ অক্টোবর আমাদের একটি প্রতিনিধি সম্মেলন আছে। সেখানে আমাদের দলের সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। সেখান থেকে সকল কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: সরকারের নয়, ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে: তথ্যমন্ত্রী

আগামী বুধবার (২৫ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, দলের কেন্দ্রীয় নেতারা, দুই মেয়র, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলার অন্তর্ভুক্ত উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


বিজ্ঞাপন


এর মধ্যে এক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি ঢাকার আন্দোলন-সংগ্রামের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং জাহাঙ্গীর কবির নানককে।

বিএনপির বিরুদ্ধে আন্দোলন ও প্রতিরোধের নতুন ছক আঁকবেন এই দুই নেতা।

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর