আগামী ২৮ অক্টোবরের পরে যদি বিএনপি রাস্তায় নামে, আর সন্ত্রাস করে তাহলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২৮ তারিখের পরে যদি রাস্তায় নামেন, আর যদি সন্ত্রাস করেন, এমন পেদানি দিমু, বুড়িগঙ্গা ছাড়াইতে দিমু না ইনশা আল্লাহ।
তিনি বলেন, বিএনপি আগামী দিনে খুন করার পরিকল্পনা সভা করছে। তারা বিভিন্নভাবে অস্ত্র জোগাড় করছে। বোমা তৈরির কারখানা তৈরি করতেছে। এই পূজার পরে নাকি তারা ঢাকার রাজপথ দখল করবে।

মায়া বলেন, আজকে পরিষ্কার বলতে চাই, রাজপথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, আওয়ামী লীগ পূজার পরে আমরাও মাঠে নামব।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
কারই/এএস

