সিনিয়র সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজের জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এর আগে, সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগের নিজ বাসায় হার্ট এ্যাটাক করে তিনি মারা যান।
তিনি সম্প্রতি হার্ট এ্যাটাক করে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর দুইদিন আগে মারা যান।
বিকেলে তার নিজ বাসা থেকে মরদেহ আনা হয় ডিআরইউ চত্বরে। এরপর সেখানে জানাজা সম্পন্ন হয়। তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জানাজায় ডিআরইউ এর বর্তমান সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর বর্তমান সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

আমিনুর রহমান তাজ দৈনিক আজকের কাগজ, খোলা কাগজ, দৈনিক আমাদের সময় ও আমাদের সময় ডটকমে সাংবাদিকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে যুক্ত হন সাংবাদিকতা পেশায়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আজকের দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাজ ছিলেন ডাক সাইটে দাপুটে রিপোর্টার। নব্বইয়ের দশকে যে কজন সাংবাদিকের লেখনীতে অপরাধ জগৎ কাঁপতো তিনি ছিলেন তাদের অন্যতম।
আওয়ামী লীগ নব্বয়ের দশকে সরকার গঠন করলে সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের বিরুদ্ধে সংবাদ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। পরে সাংবাদিকদের আন্দোলন ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
সাংবাদিক আমিনুর রহমান তাজ কেমন ছিলেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাজী ওয়াজেদ আলী তার ফেসবুক স্টাটাসে লিখেছেন- বর্ষিয়ান ক্রাইম রিপোর্টার, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের তথ্য ভান্ডার ছিলেন তাজ ভাই। পুরোনো মানুষ হিসেবে অনেক জানা শোনা, সাংবাদিকতার বিষয়ে জ্ঞানী ছিলেন।
তিনি বলেন, খবরের পিছনের খবর রাখতেন। গরম আর তাজা তাজা নিউজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তটস্থ রাখতে সিদ্ধহস্ত ছিলেন। যদিও শেষ দিকে অনেকটা স্তিমিত হয়ে যান।
পুলিশের এই কর্মকর্তা আরও লেখেন, একসাথে অনেক আড্ডা, অনেক স্মৃতি। সম্পর্কটা এমন ছিল যে পারিবারিক বিষয়েও আলোচনা হত। সেই মানুষটি আজ নেই! তাজ ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।
এমআইকে/এএস

