মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানী অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

রাজধানী অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করবে

সরকারবিরোধী এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি রাজধানী ঢাকাকে অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'ভাইয়েরা আমার, চলবে আন্দোলন? ফখরুল কী বলে? ঢাকা অচল করে দেবে? ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে।'

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, 'ডেটটা দেন। ডেট দেন। লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। আমরা প্রস্তুত।'

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের দুটি চালান এসেছে জানিয়ে তিনি বলেন, 'রূপপুর বন্ধ করে দেবে। কে বলেছে? ফখরুল। রূপপুর যারা বন্ধ করতে চায়, ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবো।'

কাদের বলেন, 'দুই চালান আসছে, দুই চালানই আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু মঈন আহমেদের মাথায়, কিছু আব্বাসের মাথায়, রিজভী পাগলার মাথায় ঢেলে দেব।'


বিজ্ঞাপন


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'মির্জা আব্বাস লাফায়। যেই লাফাবে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না। ইউরেনিয়াম ঢেলে মাথায় মেখে ঠান্ডা করে দেব।'

Oka2

সমাবেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘ডেঙ্গু কবে যাবে কে জানে! নকল ওষুধ আইনেন না। আসল ওষুধ আনেন। মানুষ অস্থির হয়ে গেছে। আপনি দৌড়াদৌড়ি করেন ভালো, ছুটাছুটি করেন ঠিক আছে। কিন্তু মানুষ খুব কষ্টে আছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

সমাবেশ শেষে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি গাবতলী বাস টার্মিনাল থেকে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর হয়ে শ্যামলীতে গিয়ে শেষ হয়।

কারই/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর